
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
শেখ ফজলে ফাহিম আবারও কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৩২তম সম্মেলনে ২০১৮-২০২০ মেয়াদে প্রথম বাংলাদেশী হিসেবে সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২০ সালে ক্লাউড কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে এ পদে তার মেয়াদকাল বৃদ্ধি করা হয়। এ বছর তিনি দ্বিতীয়বারের মতো সিএসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
শেখ ফজলে ফাহিম করপোরেট খাতে অগ্রগামী ভূমিকা পালনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং দেশের অর্থনীতি, শিক্ষা, শিল্পকলা, স্বাস্থ্য, খেলাধুলা, উদ্ভাবন ও উদ্যোক্তা খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত। ২০১৯ সালে ফজলে ফাহিমের তত্ত্বাবধানেই ঢাকায় অনুষ্ঠিত হয় ৩৩তম সিএসিসিআই সম্মেলন। তারই ধারাবাহিকতায় নিকট ভবিষ্যতেও এমন আরো অনেক কার্যক্রম ও আয়োজনের সাক্ষী হবে সিএসিসিআই।
সিএসিসিআই মূলত এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জাতীয় চেম্বার্স ও কমার্স অ্যাসোসিয়েশনগুলোর সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক বেসরকারি সংগঠন। সিএসিসিআইয়ের উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে এশীয় ব্যবসায়ীদেরকে সংযুক্ত ও একত্রিত করা। সংগঠনটিকে ইতিমধ্যে জাতিসংঘের অধীনে কনস্যুলেটিভ স্ট্যাটাস দেওয়া হয়েছে।
বর্তমানে সিএসিসিআইয়ের সদস্যের মধ্যে ২৫টি দেশ ও মোট ২.৯৬ বিলিয়ন জনসংখ্যার স্বাধীন অর্থনীতি রয়েছে, যার সমন্বিত জিডিপি উৎপাদন ১৮.৭৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ৪.৯% হারে বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ২০২১ সালেই ৫.৪৮ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে এবং আমদানি খাতে এই সংখ্যাটি ছিল ৫.২৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।
Posted ৩:২১ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin