
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপ সবাইকে চমক দিয়েই যাচ্ছে। সেই চমকের শুরু হয়েছিল আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ দিয়ে। আর শনিবার (১০ ডিসেম্বর) পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে দিয়ে আরেকটি চমক দেয় মরক্কো। তবে ম্যাচশেষে রেফারিংকে দুষলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে।
আফ্রিকার দেশ মরক্কোর কাছে অপ্রত্যাশিত হারে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। আর এরই সঙ্গে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন দলের অধিনায়ক রোনালদো। শুধু রোনালদোই নয়, ৩৯ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার পেপেরও এটি শেষ বিশ্বকাপ ছিল। সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার শেষ বিশ্বকাপটা রাঙাতে চেয়েছিলেন। তবে সেটা আর হলো না
কিন্তু ম্যাচ শেষে বাজে রেফারিংকে দুষেছেন পর্তুগিজ এই ডিফেন্ডার। রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পেপে, আর এই রেফারিকে এমন ম্যাচে দায়িত্ব দেয়াটা কোনোভাবেই মানতে পারছেন না তিনি। পর্তুগাল-মরক্কো ম্যাচের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি ফ্যাকুন্ডো টেলো।
ম্যাচ শেষে পেপে বলেন, ‘আমরা একটি গোল খেয়েছি, যা প্রত্যাশিত ছিল না। তবে আগের রাতে যা হয়েছে এরপর এই ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেয়া গ্রহণযোগ্য নয়। আমি যা দেখলাম তার পরিপ্রেক্ষিতে বলতে পারি বিশ্বকাপটা তারা এখন চাইলে আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারে। আমি এটা এখন বলতেই পারি।’
রেফারির ওপর ক্ষোভ ঝেরে পেপে আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে কিছু দেওয়া হলো না। মাত্র ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো। দ্বিতীয়ার্ধে শুধু আমরাই খেলার চেষ্টা করেছি। আমরা হতাশ। আমাদের জেতার মতো সামর্থ্য ছিল, তবে আমরা পারিনি।’
এর আগে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর রেফারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন লিওনেল মেসি এবং মার্টিনেজ। এবার রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন পেপে।
Posted ৪:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin