বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাখমুত শহরকে মিশিয়ে দিতে চায় তারা: জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বাখমুত শহরকে মিশিয়ে দিতে চায় তারা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের বাখমুত শহরকে ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে রুশ সেনারা। তারা শহরটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়।

শনিবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে তিনি এ অভিযোগ করেন।

জেলেনস্কি বলেন, পূর্ব ইউক্রেনের ডনেস্ক ও লুহানস্ক প্রদেশের বেশ কয়েকটি ফ্রন্ট-লাইনের পরিস্থিতি আরো জটিল হয়েছে।

তিনি আরো বলেন, বাখমুত, সোলেদার, মেরিঙ্কা, ক্রেমিন্নাতে ক্রমাগত বোমাবর্ষণ চলছে। এখানকার এমন কোনো বসবাসের জায়গায় নেই যে রুশ গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। দখলদাররা আসলে বাখমুত শহর পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়।

এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেশায় রুশ বাহিনীর ড্রোন হামলায় হামলায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন বলে জানান জেলেনস্কি। রাতে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলায় ওডেশা এবং ঐ অঞ্চলের অন্যান্য শহর-গ্রাম অন্ধকারের কবলে পড়ে। তবে রুশ সেনাদের পিছু হটাতে পশ্চিমাদের থেকে সহায়তায় পাওয়া ভারী অস্ত্র নিয়ে জবাব দিচ্ছে কিয়েভের যোদ্ধারা।

ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র অলেক্সান্ডার শুতুপুন জানান, বাখমুত জেলায় সবচেয়ে সক্রিয় লড়াই হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ মাস ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। প্রতিদিন বিভিন্ন শহরে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শত্রুরা শুক্র ও শনিবার ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টি বিমান হামলা ও ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করেন দেশটির জেনারেল স্টাফ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]