
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রবিবার যুক্তরাজ্যের সোলিহুল শহরের কাছে একটি বরফের হ্রদে পড়ে ৮, ১০ ও ১১ বছর বয়সের তিনটি শিশু মারা গেছে। এ ছাড়া হাসপাতালে থাকা অন্য এক শিশুর অবস্থাও গুরুতর। সোমবার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, হ্রদ থেকে তুলে আনার পর শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ছয় বছর বয়সী অপর শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
এই চার শিশু ব্যাবস মিল পার্কে বরফের ওপর খেলছিল বলে ধারণা করা হয়। হ্রদে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ সেখানে ঠিক কী ঘটেছে এবং আরো কেউ পানিতে পড়েছে কি না পুলিশ তা নিশ্চিত হতে চাইছে।
রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের পর জরুরি পরিষেবা সংস্থাগুলোকে প্রথমে ব্যাবস মিল পার্কে ডাকা হয়। চারটি শিশু বরফের ওপর খেলার সময় হ্রদে পড়ে গিয়েছে বলে তাদের জানানো হয়েছিল। বিশেষজ্ঞ দমকলকর্মীরা ঠাণ্ডা পানিতে পড়ে যাওয়া শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার আগে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ এবং পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে তাদের বের করে আনার চেষ্টা করেন।
সোমবার ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড স্ট্যান্টন বলেছেন, পুলিশের ডাইভিং বিশেষজ্ঞ দল সতর্কতার অংশ হিসেবে অনুসন্ধান চালিয়ে যাবে। ঘটনার সময় ওই জায়গায় ছয়জন ছিল বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধানকারী দল খুব কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি
Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin