
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
হলিউডের আলোচিত ছবি ‘জোকার’ সিক্যুয়েলের লুক প্রকাশ করা হয়েছে। টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে ‘জোকার’ বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছিল। ২০২০ সালে একাডেমি মঞ্চে ১১টি পুরস্কার জিতেছিল ছবিটি।
ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন খ্যাতনামা অভিনেতা জোয়াকিন ফোনিক্স। ২০২৪ সালের ৪ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জোকার-সিক্যুয়েল ‘জোকার: ফোলি আ দ্যু’।
পরিচালক টড ফিলিপস সিক্যুয়েলের লুক প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, প্রথম দিন, আমাদের ছেলে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘জোকার’। ছবিতে দেখা গেছে, চেয়ারে বসে জোকার চরিত্রে রূপদানকারী আর্থার ফ্লেক (জোয়াকিন ফোনিক্স)। তার মাথা পিছন দিকে হেলানো। দাড়ি কামানো চলছে। যে দাড়ি কামিয়ে দিচ্ছে তার মুখ দেখা যাচ্ছে না। আর্থারের চোয়াল শক্ত। গায়ে পোশাক নেই। ত্বকের উপর প্রহারের দাগ দৃশ্যমান।
হলিউড সূত্রে আগেই খবর ছিল, ছবির পরবর্তী অংশ আসতে চলেছে। যা মূল ছবির চেয়ে অনেকটাই আলাদা। আরো নাটকীয় এবং সঙ্গীতময়। প্রথম ছবির মতো সিক্যুয়েল ‘জোকার: ফোলি আ দ্যু’ পরিচালনায়ও টড ফিলিপস।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin