
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বাংলাদেশের এক সময়ের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। কমিয়ে দিয়েছিলেন ক্যামেরার সামনে অভিনয়। কিন্তু তাতে কোন লাভ হয়নি তার। শুরু করেন উপস্থাপনা। আর সেখানেই বিভিন্ন ধরণের মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। অভিনয় ছাড়া বিভিন্ন সময়ে তাকে সোশালে বিভিন্ন টপিকে আলোচনা সমালোচনায় সরব থাকতে দেখা যায়।
এবার নতুন একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে। জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পের অনুপ্রেরণায় এবং ফরিদুর রেজা সাগরের পরিল্পনায় নাটকে অভিনয় করবেন তিনি। নাটকটিতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন বড়পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার।
স্বামী-স্ত্রীর সাংসারিক নানা টানাপোড়েন দেখা যাবে নাটকটিতে। পারিবারিক এই নাটকে উঠে আসবে ভালোবাসা, ভুল বোঝাবুঝি ও দুরত্ব ভুলে কিভাবে একটি সংসার টিকিয়ে রাখতে হয়। আর এই নাটকটির নাম রাখা হয়েছে ‘ফুলের বাগানে সাপ’।
এরইমধ্যে শেষ হয়েছে নাটকটির শুটিং। স্পাদনার কাজ শেষ হলে নাটকটি শিগগিরই দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin