শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এই দিনে হানাদার মুক্ত হয় লালপুর 

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

এই দিনে হানাদার মুক্ত হয় লালপুর 

নাটোরে লালপুর হানাদার মুক্ত দিবস আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের স্মরণীয় এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর মুক্ত হয় লালপুরবাসী।

জানা গেছে, ১৯৭১ সালের ৩০ মার্চ ময়নায় সম্মুখযুদ্ধে মুক্তি সেনারা হানাদারদের ২৫ নম্বর রেজিমেন্ট ধ্বংস করে। সেদিন প্রায় ৮০ জন মুক্তিযোদ্ধা শহীদ ও ৩২ জন আহত হন। ঐদিন পাক সেনাদের ছোঁড়া একটি সেলে চামটিয়া গ্রামের ৩ জন শহীদ হন। ১২ এপ্রিল ধানাইদহ ব্রিজের নিকট প্রতিরোধ যুদ্ধে ১০-১২ জন শহীদ হন। ১৭ এপ্রিল দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামে পাক বাহিনী হত্যাযজ্ঞ চালিয়ে ১৮ জনকে হত্যা করে।

৫ মে পাক হানাদার বাহিনী নর্থ বেঙ্গল সুগার মিল এলাকা ঘেরাও করে মিলের তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজিমসহ কর্মরত প্রায় অর্ধশত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চিনিকলের অফিসার্স কলোনীর পুকুর পাড়ে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। ওই দিনই গোপালপুর বাজারে সাতজন ও গোপালপুর-লালপুর রাস্তার শিমুলতলায় আরো পাঁচজনকে গুলি করে হত্যা করে।

২৯ মে খান সেনাদের একটি দল চংধুপইলের পয়তারপাড়া গ্রামে নদীর পাড়ে ধরে এনে অর্ধশতাধিক নিরীহ মানুষ গুলি করে হত্যা করে। ১৯ জুলাই গোপালপুর থেকে ধরে আনা ২২ জনকে লালপুর নীলকুঠির কাছে হত্যা করে এবং ২৬ জুলাই একই স্থানে আরো চারজনকে জীবন্ত কবর দেয় পাক সেনারা।

২০ জুলাই রামকৃষ্ণপুর গ্রামে অগ্নিসংযোগ ও ৫ জনকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। ২৭ জুলাই বিলমাড়িয়া হাট ঘেরাও করে বেপরোয়া গুলি চালিয়ে আরো ৫০-৬০ জনকে হত্যা করে।

৮ ডিসেম্বর পাঞ্জাব পুলিশ ও খান সেনারা লালপুর থানা ত্যাগ করে। ৯ ডিসেম্বর অধিকাংশ রাজাকার থানা ত্যাগ করে। ১০ ডিসেম্বর মুক্তিবাহিনী থানা দখল করে। জনতা সেদিন উল্লাসে মেতে উঠে। কিন্তু ১৩ ডিসেম্বর বর্বর পাকিস্তানি সেনারা ঝটিকা আক্রমণ করে মহেশপুর গ্রামে ৩৬ জনকে গুলি করে পালিয়ে যায়।

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ২৪ ডিসেম্বর লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে এক বিজয় উৎসব, আলোচনা সভা ও শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আনুষ্ঠানিকভাবে লালপুরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছর ১৩ ডিসেম্বর লালপুরে মুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা পরিচিতি, মুক্তিযুদ্ধের গল্প বলা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]