শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেসিসহ বিশ্বকাপে ম্যাচসেরা যে পাঁচ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

মেসিসহ বিশ্বকাপে ম্যাচসেরা যে পাঁচ ফুটবলার

ফুটবল একটি দলগত খেলা, কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত খেলাও হয়ে ওঠে। একজন একাই পাল্টে দেন ম্যাচের চিত্রপট। যার স্বীকৃতি হলো ম্যান অব দ্য ম্যাচ। এই ধরনের পারফরম্যান্সের জন্য ২০০২ বিশ্বকাপ থেকে ফিফা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রচলন করে।

গত কয়েক বছরে অনেক তারকা-মহাতারকারা এই পুরস্কারে আধিপত্য বিস্তার করেছেন। বিশেষ করে আর্জান্টাইন জাদুকর লিওনেল মেসি। আজ আমরা সেসব সেরা খেলোয়াড়দের দিকে চোখ রাখবো, যারা সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন।

১। লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৯ বার
লিওনেল মেসিই প্রথম আর্জেন্টাইন যিনি বিশ্বকাপের ৪টি আসরে গোল করেছেন। বিশ্বকাপে ৯টি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। শুরুটা ২০১৪ বিশ্বকাপে। সেবার মেসি চারটি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। কাতারে এসে সংখ্যাটা ৯-এ নিয়ে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চবার ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড।

২। ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৭ বার
এই তালিকায় মেসির পরই আছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপের আগে সব মিলিয়ে ছয়বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রোনালদো। কাতারে ঘানার বিরুদ্ধে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সংখ্যাটা সাতে নিয়ে আসেন তিনি।

৩। আরিয়েন রবেন (নেদারল্যান্ডস) – ৬ বার
২০১০ থেকে ২০১৪ বিশ্বকাপ অবধি নেদারল্যান্ডসের আধিপত্য ছিল দেখার মতো। এই সময়ে দলের সেরা তারকার নাম ছিল আরিয়েন রবেন। নেদারল্যান্ডসকে ২০১০ বিশ্বকাপে রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করানোতে তার অবদান ছিল দেখার ম্নতো। বিশ্বকাপে ৬বার ম্যাচসেরার পুরস্কারের তালিকায় তৃতীয় স্থানে আছেন এই ডাচ তারকা।

৪। লুইস সুয়ারেজ (উরুগুয়ে) – ৫ বার
বিশ্বকাপে উরুগুয়ের ইতিহাসে লুইস সুয়ারেজ একটি স্মরণীয় নাম। এই আসরে উরুগুয়ের খুব ভালো রেকর্ড রয়েছে। এখন পর্যন্ত সুয়ারেজ তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং সবগুলোতেই পুরস্কার জিতেছেন। তার ইতিমধ্যেই পাঁচটি ম্যাচসেরার ট্রফি রয়েছে। এই তালিকায় চার নাম্বারে আছেন তিনি।

৫। ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম) – ৪ বার
ইডেন হ্যাজার্ড বেলজিয়ামের ইতিহাসে কিংবদন্তির আসনেই থাকবেন। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বাধিক চারবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই খেলোয়াড়। এই চারটি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারই তার যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জন করাতে হ্যাজার্ডের বেশ অবদান রয়েছে।

এই সেরা পাঁচজন ছাড়াও চারটি করে ম্যাচসেরার পুরস্কার নিয়েও এই তালিকায় আছেন জার্মানির টমাস মুলার দক্ষিণ কোরিয়ার পার্ক জি-সুং, জার্মানির মিরোস্লাভ ক্লোসা, কলম্বিয়ার জেমস রদ্রিগেজ ও জাপানের কেইসুকে হোন্ডা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]