
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এরপর বেশ কিছু গণমাধ্যমে খবর বের হয়, ফাইনাল নিশ্চিত করে ব্রাজিলকে অপমান করে গান গেয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। যা সম্পূর্ণ মিথ্যা।
মঙ্গলবার দিবাগত রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে নেচে-গেয়ে জয় উদযাপন করেন লিওনেল মেসিরা।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজেদের উদযাপনের ভিডিও শেয়ার করেন দলটির তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এরপর বেশ কিছু গণমাধ্যম খবর বের করে, সেই উদযাপনে ব্রাজিলকে খোঁচা মেরে সমর্থকদের বানানো গানে নেচেছেন তারা।
সেসব প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলকে খোঁচা মেরে আর্জেন্টিনার সমর্থকদের বানানো একটি গান গাইছেন মেসিরা। আর্জেন্টাইন ফুটবলে গানটি বেশ পরিচিত। এরই মধ্যে জয়ের পর আলবিসেলেস্তে জাতীয় দলের ড্রেসিংরুমে এই গান বেশ কয়েকবার বাজানো হয়েছে।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin