
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাশিয়ার পক্ষে গিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে সাতজনকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাঁচজন রাশিয়ান ও দুজন মার্কিন নাগরিক রয়েছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ার সরকারের পক্ষ থেকে তারা তথ্য সংগ্রহ ও অর্থপাচার কর্মসূচির চক্রান্তের সঙ্গে জড়িত।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা খাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে সামরিক কৌশল ও দ্বৈত ব্যবহৃত প্রযুক্তি সংগ্রহ করতে অভিযুক্তরা ষড়যন্ত্র করছিলেন। তারা গত বছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা ভঙ্গ করে স্নাপার রাইফেলের গোলাবারুদ পাচার করতে চাইছেন।
অভিযুক্ত যারা
মার্কিন যুক্তরাষ্ট্র অভিযুক্ত দুই মার্কিন ও পাঁচ রাশিয়ান নাগরিকের পরিচয় প্রকাশ করেছে।
এর মধ্যে রয়েছেন- মস্কোর বাসিন্দা ইয়েভগেনি গ্রিনিন (৪৪) আলেক্সি ইপপোলিটভ (৫৭) ও স্বেতলানা স্কোভর্টসোভা (৪১) এবং সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা বরিস লিভশিটস (৫২), ভাদিম কোনশচেনক (৪৮) ও যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা অ্যালেক্সি ব্রেম্যান (৩৫), নিউ জার্সির বান্দিা ভাদিম ইয়ারমোলেনকো (৪১)।
গত ৬ ডিসেম্বর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা হিসেবে সন্দেহে কোনশচেনককে ইস্তোনিয়া থেকে গ্রেফতার করা হয়। তার ধারাবাহিকতায় ব্রেম্যান ও ইয়ারমোলেনকোকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্র তাদের বিষয়ে আরো বিষদ তদন্ত করবে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা উচ্চ পর্যায়ের স্পর্শকাতর ও উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রিত বৈদ্যুৎতিক উপাদান কিনে অবৈধভাবে রফতানি করতে চাইছিলেন। এ উপাদানের কিছু পরমাণু অস্ত্র ও হাইপারসনিক অস্ত্র উন্নীতকরণসহ নানা সামরিক কাজে ব্যবহৃত হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, কোনশচেনক জাহাজ বা সশরীরে যুক্তরাষ্ট্রের তৈরি উপাদান ইস্তোনিয়া থেকে রাশিয়ায় পাচার করবেন। এর মধ্যে দ্বৈত ব্যবহারযোগ্য বিদ্যুতিক উপাদান, সামরিক ধাঁচের কৌশলগত কামান ও অন্যান্য নিয়ন্ত্রণ বিষয়ক বস্তু রয়েছে।
সূত্র- রয়টার্স।
Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin