
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার পর সেখানে ৪টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আগুন লাগার কারণ জানা যাবে।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin