মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এখনই পর্তুগালের জার্সি তুলে রাখতে চান না রোনালদো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

এখনই পর্তুগালের জার্সি তুলে রাখতে চান না রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই। তবে এখনই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে চান না ৩৭ বছর বয়সী এই পর্তুগীজ তারকা। পর্তুগালের সংবাদমাধ্যম সিএম জার্নাল জানিয়েছে, ২০২৪ সালের ইউরোর নেতৃত্ব দিতে চান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়।

মরোক্কোর সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে অশ্রুসিক্ত বিদায় নিয়েছেন সিআরসেভেন। কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে তার অবসরের গুঞ্জন থাকলেও, এখনই তুলে রাখতে চান না পর্তুগালের জার্সি। দলের প্রয়োজনে ২০২৪ সালের ইউরো পর্যন্ত নেতৃত্ব দিতে চান ফুটবলের অন্যতম এই মহাতারকা।

বিশ্বকাপে শেষ দুই ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোসের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। তবে আবারো শুরুর একাদশে ফিরতে চান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো জিতেছিলেন তিনি। এরপর দলকে উপহার দেন নেশন্স লিগের শিরোপাও।

এদিকে বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এখন ক্লাব ফুটবলে নজর ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পর্তুগিজ তারকা এখন নতুন ক্লাবের খোঁজে। তার আগে নিজের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের অনুশীল ক্যাম্পে নিজের ট্রেইনিং সেশন চালিয়ে যাচ্ছেন সিআরসেভেন।

বুধবার (১৪ ডিসেম্বর) ফুটবলের ট্রান্সফার বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও এক ভিডিও বার্তায় জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো সম্পর্ক রয়েছে। তিনি স্প্যানিশ ক্লাবটির একজন তারকা স্ট্রাইকার। যার প্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোনালদো রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প ভালদেবেবাসে অনুশীলন করেছেন। তবে ক্লাবের কোনো ফুটবলারের সঙ্গে নয়, এককভাবে নিজের অনুশীলন সেরেছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]