
কুবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
আগামী ১৬ ডিসেম্বর (শুক্রবার) উক্ত ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের একটি টিম থাকবে। উক্ত দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ছাত্র-ছাত্রী, এলাকার অসহায়, অনাথ-দুস্থ ও সুবিধাবঞ্চিতরা সেবা গ্রহণ করতে পারবে। বিভিন্ন বিশেষজ্ঞ যেমনঃ নাক, কান ও গলা, ডায়াবেটিস, শিশু বিভাগ, মেডিসিন, নিউরো মেডিসিন, গাইনী-প্রসূতি এবং বক্ষব্যাধী ইত্যাদি বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা দিবে। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।
উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, আমরা এই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি যেখান থেকে ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত যে কেউ সেবা নিতে পারবে।
উক্ত ক্যাম্পে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ে কোন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয় নি। এই প্রথম ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Posted ৩:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin