
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছে আফ্রিকান মুসলিম দেশ মরক্কো। তাদের সমর্থনে আল বায়ত স্টেডিয়ামে হাজির হয়েছেন জার্মান বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল।
ম্যাচ শুরুর হওয়ার প্রায় ঘণ্টাখানেক আগে এক টুইটে বুধবার (১৪ ডিসেম্বর) ওজিল লেখেন, ‘সেমিফাইনালের এ মহাযজ্ঞের জন্য আর অপেক্ষা করতে পারছি না। এগিয়ে চলো মরক্কো।’
টুইটে তিনি মরক্কোর জন্য দোয়ার ইমোজিও ব্যবহার করেন। বাংলাদেশ সময় রাত ১টায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স-মরক্কো।
এর আগে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর পর মরক্কোর প্রশংসা করে ওজিল তার টুইটারে লেখেন, ‘গর্বিত (হাত তুলে মোনাজাতের ইমোজি)। অসাধারণ একটা দল! আফ্রিকা মহাদেশ ও মুসলিম বিশ্বের জন্য অসাধারণ অর্জন এটি। আধুনিক ফুটবলের যুগে এখনো এমন রূপকথার গল্প লেখা সম্ভব, এটি সত্যিই দারুণ ব্যাপার! এই জয় অনেক মানুষকে আশা ও শক্তি যোগাবে।’
এর আগে বিশ্বকাপে মরক্কো ১৯৮৬ সালে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। এতদিন যা ছিল আফ্রিকান দেশটির সর্বোচ্চ সাফল্য। এবার তাদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে রয়েছে আফ্রিকান দেশটি।
এদিকে জার্মানিতে জন্ম নেয়া ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালে জার্মানদের হয়ে জেতেন বিশ্বকাপ শিরোপা। জাতিগত ইস্যুতে দেশটির সঙ্গে তার অনেক মনোমালিন্য হয়েছে। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
ওজিলের দাদার জন্মস্থান তুরস্ক। যেখান থেকে পরবর্তীতে তারা জার্মানিতে স্থায়ী হন। ২০১৮ সালে সবশেষ জার্মানির হয়ে খেলা ওজিল বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin