
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নতুন বছরের শুরুতেই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিতে প্রস্তুত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ২৭ ডিসেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবই বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশিকার অনুমোদনের পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. ইমামুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, অনুমোদিত নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যপুস্তক আগামী ২৭ ডিসেম্বর তারিখ থেকে বিদ্যালয় পর্যায়ে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া পাঠ্যবই বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ করা হলো।
নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারও বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৭৭৩ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৩৭টি বই তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin