
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হার মেনে নিতে পারেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাই বিশ্বকাপ শেষ হতেই দলের কোচ ফার্নান্দো সান্তোসকে বরখাস্ত করলো তারা।
সান্তোস বহিষ্কার হচ্ছেন এটা এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত সেটিও ঘোষণা দিল পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএ)। পর্তুগালের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে ইউরো জয়ী এই কোচকে।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সান্তোসের বহিষ্কারের খবর জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা জানায়, ‘জাতীয় দলের প্রধান হিসেবে ফার্নান্দো সান্তোসের মতো একজন কোচ ও মানুষকে পাওয়াটা সম্মানের।’
তারা আরো বলেছে, ‘আটটি অসাধারণ বছর সেবা প্রদান করার জন্য এফপিএফ ফার্নান্দো সান্তোস ও তার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ। এটাও বিশ্বাস করে পর্তুগিজরাও তাকে ধন্যবাদ জানাতে চায়। এফপিএফ বোর্ড এখন জাতীয় দলের নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে।’
২০১৪ সালে পর্তুগালের কোচের দায়িত্ব নিয়ে দলকে ২০১৬ সালে ইউরো জিতিয়েছিলেন তিনি। এছাড়াও তার অধীনে ২০১৯ সালে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে।
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে বদলি করে আলোচনার জন্ম দেন সান্তোস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তো রোনালদোকে প্রথম একাদশেই জায়গা দেননি এই কোচ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin