বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের ছড়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বিজয়ের ছড়া

বিজয়ের মাস

করতে দখল আমার এ দেশ
পাকহানাদার যত-
লোভীর বেশে এলো ছুটে
পিপীলিকার মতো।
আপন মতে করত শাসন
মানবতা রুখে-
নির্বিচারে মারত মানুষ
ছুঁড়ত বুলেট বুকে।

নির্যাতনের শিকার হতো
বৃদ্ধ যুবক নারী-
পাপাচারে বাংলা তখন
উঠল হয়ে ভারী।
আমরা তো ভাই বীরের জাতি
সকল কাজের কাজি-
শপথ নিলাম করব বিদায়
পাকসেনাদের পাজি।

ঐক্য হয়ে, দৃঢ় পণে
সাহস নিয়ে মনে-
একাত্তরের লগ্নে সবে
গেলাম রণাঙ্গনে।
হাতের মুঠোয় জীবন রেখে
লড়েছি নয় মাস-
দেশের মায়ায় বন্ধ হলো
লক্ষ ভাইয়ের শ্বাস।

মোদের কাছে হার মেনে যায়
পাকসেনাদের দল-
লাল সবুজের স্বাধীন নিশান
ঘুচল চোখের জল।
বিজয়ের এ মাসটি হলো
ইতিহাসের তাজ-
সালাম তাদের, যাদের ত্যাগে
স্বাধীন মোরা আজ।

এই পতাকা

লাল সবুজের এই পতাকা
জন্ম থেকেই চেনা-
এই পতাকা লাখ শহীদের
রক্ত দিয়ে কেনা।

এই পতাকা মা ও বোনের
সহায় বিসর্জন-
এই পতাকা নয়টি মাসের
দৃঢ় মুক্তিপণ।

এই পতাকা বীর বাঙালির
জাতি, পরিচয়-
এই পতাকা বাংলাদেশের
ঐতিহাসিক জয়।

এই পতাকা সবুজ শ্যামল
সোনার প্রকৃতি-
এই পতাকাই লড়ে পাওয়া
স্বাধীনতার স্মৃতি।

এই পতাকার লাল টুকটুক
দীপ্ত অরুণ হাসি-
এই পতাকা প্রাণের প্রিয়
অনেক ভালোবাসি।
বাংলাদেশ

সবুজ-শ্যামল স্বর্গ মহল
সব দেশেরই সেরা-
শান্তি ছায়ায় আবেগ মায়ায়
তোমার বাঁধন ঘেরা।

তোমায় নিয়ে স্বপ্ন হাজার
লক্ষ কোটি গানে-
তোমার রূপে মুগ্ধ হয়ে
খুশি জাগে প্রাণে।

তোমার জন্যে মনকাননে
হাজার ইচ্ছেমালা-
তোমায় ভেবে ভুলি আমি
সকল দুঃখ জ্বালা।

তোমার ছোঁয়া এই আমাকে
মায়ার ডোরে বাঁধে-
ভুলতে তোমায় পারিনা তো
মনটা শুধুই কাঁদে।

ওগো আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ-
তোমার কোলে জন্ম নিয়ে
সুখে আছি বেশ।
দেশ নিয়ে

দেশ নিয়ে আঁকি আমি
দেশ নিয়ে লিখি-
দেশ নিয়ে পড়ি আমি
দেশ নিয়ে শিখি।

দেশ নিয়ে ভাবি আমি
দেশ নিয়ে বলি-
দেশ নিয়ে সুখে-দুখে
দেশ নিয়ে চলি।

দেশ নিয়ে সুর তুলি
দেশ নিয়ে গাই-
দেশ নিয়ে আশা বাঁধি
দেশ নিয়ে ধাঁই।

দেশ নিয়ে খুশি আমি
দেশ নিয়ে হাসি-
কারণ এই দেশটাকে
খুব ভালোবাসি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]