
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি (জাপা)। তবে আওয়ামী লীগ বলছে, এবারও আগের মতোই আসন বণ্টন হবে মহাজোটে।
এদিকে বিএনপির ছেড়ে দেয়া ছয়টি আসনে জাতীয় পার্টি আলাদা প্রার্থী দিতে চাইলে আপত্তি নেই আওয়ামী লীগের। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষের নতুন দল মহাজোটে যুক্ত হতে পারে বলে আভাস আওয়ামী লীগের সিনিয়র নেতাদের।
আওয়ামী লীগ বলছে, জাতীয় নির্বাচনে আবারও একই ছক কষবে মহাজোট। প্রয়োজনে সমমনা দলগুলো চাইলে পরিসর বাড়বে জোটের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিগত দিনে আমরা মহাজোটের ভিত্তিতে নির্বাচন করেছি। আগামী দিনেও একইভাবে নির্বাচন করব, সেই প্রত্যাশাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে পক্ষের আরও কিছু দল মহাজোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিএনপির ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি যদি আলাদা প্রার্থী দিতে চায় তাতে আপত্তি থাকবে না আওয়ামী লীগের।
এরইমধ্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করলেও ভোটের রাজনীতির মহাজোট ছিল অটুট। তবে নির্বাচনের এক বছর আগে এসে প্রধান বিরোধী দল ও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি বলে আসছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তারা।
জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কারও সঙ্গে জোটে নেই। আমরা নিজস্ব গতিতে চলছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য টার্গেট করেছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ মহাজোটের অন্য শরিক দলগুলো নিজেদের মধ্যে ৩০০ আসন ভাগ করে ভোটের মাঠে নামে। তবে মহাজোটভুক্ত জাতীয় পার্টি কিছু আসনে আওয়ামী লীগের পাশাপাশি নিজেদের প্রার্থী রেখেছিল। ভোটের ফলে ২৬টি আসন নিয়ে পরে প্রধান বিরোধীদল হিসেবে সংসদে আসে জাতীয় পার্টি।
সাংবিধানিকভাবে ২০২৪ সালের জানুয়ারিতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট।
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin