
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবাসহ জোছনা আক্তার (২৪) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বার্তায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।
আটক জোছনা আক্তার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদের স্ত্রী।
র্যাব-১৫ এর কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, রাতে সংবাদ পেয়ে র্যাব হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জোছনা আক্তারকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জোছনা আক্তার থেকে ১ লাখ ইয়াবা জব্দ হয়।
উদ্ধার মাদকদ্রব্যসহ আটক জোছনা আক্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin