
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। এই আসরে অনেক ফুটবলারের পরিবারও খেলা দেখতে এসেছেন। আর বিশ্বকাপের মধ্যেই বড় বিপর্যয় ঘটে গেল আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের স্ত্রীর। যার জেরে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটতে হলো তাকে।
জানা গেছে, লাউতারোর স্ত্রী ‘সুপার মডেল’ অগাস্টিনা গান্ডোলফো পানীয়র সঙ্গে কাচের টুকরো গিলে ফেলেন। যা নিয়ে দোহায় একেবারে হইচই পড়ে গেছে। এখন স্ত্রীকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন লাউতারো।
সেমিফাইনাল এবং ফাইনালের মাঝে বেশ কিছু দিন সময় রয়েছে। এই সময়টা কাজে লাগাতে দোহায় অগাস্টিনা গান্ডোলফো নৈশ পার্টিতে গিয়েছিলেন। অগাস্টিনার সঙ্গে ছিলেন তার বোন এবং বোনের প্রেমিক।
সেখানেই হঠাৎ করেই অগাস্টিনা বুঝতে পারেন পানীয়ের সঙ্গে শক্ত মতো কিছু একটা গলায় চলে গেছে তার। সন্দেহ হওয়ায় পানীয়ের বোতলের ভিতরে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে অগাস্টিনার। দেখেন বোতলের ভেতরে রয়েছে একাধিক কাচের টুকরো।
তবে স্বস্তির খবর হলো, বড় ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা নির্ভয় দিয়েছেন তাকে। তাতে অবশ্য ক্লাব কর্তৃপক্ষকে ছাড়ছেন না লাউতারোর স্ত্রী। সেই নৈশ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin