মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্বোধনী মঞ্চে অস্বস্তি বোধ করছিলেন চঞ্চল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

উদ্বোধনী মঞ্চে অস্বস্তি বোধ করছিলেন চঞ্চল

দেশের বড় এবং ছোট দুই পর্দাতেই সমানভাবে দাপিয়ে বেরাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি চলচ্চিত্র উৎসব উপলক্ষে কলকাতায় গিয়েছেন তিনি। সেখানে ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘হাওয়া’।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নন্দন-১ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় বাংলাদেশের ব্লকবাস্টার ছবি ‘হাওয়া’। আর এ সিনেমা দেখতে বিকেল থেকেই ভিড় জমায় কলকাতার সিনেমাপ্রেমীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নেতাজি ইন্ডোর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ‘দেবী’ খ্যাত অভিনেতা। একই মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের সব জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি সহ অনেকেই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা জানায় চঞ্চল। অভিনেতা বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ থাকায় গত ‘হাওয়া’ নিয়ে দুদিন আগের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারিনি। যদিও বাবার শারীরিক কোনো উন্নতি নেই, তবুও আমি দু’দিন পরে হলেও পরিবারের সম্মতি নিয়ে কলকাতায় চলে এসেছি। সশরীরে এখানে উপস্থিত থাকাটা আমার কাছে অনেক সম্মানজনক।

তিনি আরো বলেন, উদ্বোধনী মঞ্চে যারা ছিলেন তাদের মধ্যে বসে থাকতে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কারণ, তাদের তুলনায় নিজেকে খুবই নগণ্য মনে করেন অভিনেতা। অরিজিতের (সিং) মতো আমিও এটাই চেষ্টা করছিলাম যে, একটু পিছনের সারিতে বসা যায়। বাংলাদেশ হলে আমি সেটাই করতাম। সেই সঙ্গে কলকাতায় তার এই সম্মানপ্রাপ্তির একমাত্র কারণ ‘হাওয়া’ বলে জানা চঞ্চল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]