
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন নেভানো সম্ভব হয়ছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
তিনি আরো বলেন, কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
Posted ২:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin