
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর ডেমরায় একটি বহুতল ভবন থেকে সন্তানসহ নিচে এক নারীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার সন্তান। পুলিশ বলছে, এটি আত্মহত্যা, নাকি হত্যা— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।
রোববার ডেমরার সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীর মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া নারীর সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নারী ও তার আহত সন্তানের নাম জানাতে পারেনি পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, পাঁচতলা থেকে সন্তানসহ নিচে পড়ে এক নারী মারা গেছেন বলে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছে।
ফারুক মোল্লা বলেন, নিহত নারী ও তার সন্তানের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি তারা খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin