
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ফুটবল বিশ্বকাপের এক আসর আগেই ২০১৪ সালে ব্রাজিলে স্বপ্নভঙ্গের বেদনায় পুঁড়তে হয়েছে মেসিদের। সেই ক্ষতে প্রলেপ টানতে আরেকবার কাতারে একই মঞ্চে হাজির লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের সামনে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর সুযোগ।
আর্জেন্টিনার সামনে গেল আসরের চ্যাম্পিয়ন শক্তিশালী ফ্রান্স। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা? এমন প্রশ্নের সঙ্গে ফ্রান্সের একাদশ নিয়েও মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। তবে জেনে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশ সময় আজ রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে আর্জেন্টিনার শুরুর একাদশে তাকে দেখতে পাওয়ার রয়েছে জোর সম্ভাবনা।
একই সঙ্গে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচে খেলতে না পারা দুই ফুলব্যাক মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলও ফিরছেন। ফলে স্কালোনি পূর্ণশক্তির দলই পাচ্ছেন। পাপু গোমেজের চোট সমস্যা থাকলেও সেটা খুব একটা ভোগানোর কথা নয় আলবিসেলেস্তেদের।
ঐদিকে ফ্রান্সের জন্য বড় দুশ্চিন্তা হতে পারে তাদের খেলোয়াড়দের চোট ও ভাইরাস আক্রমণ। নিয়মিত স্ট্রাইকার অলিভিয়ের জিরুর চোট ভাবাচ্ছে বেশ। তবে তেমন গুরুতর আঘাত না হওয়ায় মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালে তাকে খেলিয়েও দিতে পারেন দেশম।
সম্ভাব্য লাইন আপ
আর্জেন্টিনা: (৪-৪-২) এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, মার্কোস আকুনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
ফ্রান্স: (৪-২-৩-১) হুগো লরিস (গোলরক্ষক), জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, রাফায়েল ভারানে, ডাওট উপমেকানো, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, উসমানে দেম্বেলে, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও মার্কাস থুরাম।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin