
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
তিমিদেরও কবরস্থান আছে! চমকে ওঠার কিছু নেই। গ্রিনল্যান্ডের টাসিলাক সাগরের নিচে ১৫-২০ ফুট পর্যন্ত গেলেই দর্শন মিলতে পারে তার।
সেই তিমির কবরখানার ছবি তুলে পুরস্কৃত হলেন সুইডেনের চিত্রগ্রাহক অ্যালেক্স ডাউসন। বিখ্যাত পত্রিকা ‘স্কুবা ডাইভিং’-এর বিচারে ‘ওয়াইড অ্যাঙ্গল’ ছবির বিভাগে ডাইসনের তোলা ছবিটি সেরা বলে বিবেচিত হয়েছে।
ডাউসন তার তোলা ছবিকে পুরস্কৃত করার জন্য ‘স্কুবা ডাইভিং’ পত্রিকাকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, তিনি এবং তার সঙ্গী অ্যানা ভন বোটিসের প্রায় তিন ফুট পুরু বরফের স্তর সরিয়ে সমুদ্রে নামেন।
সমুদ্রের নিচে প্রায় ১৫-২০ ফুট যাওয়ার পর তারা ২০টি তিমি মাছের কঙ্কাল দেখতে পান। ডাউসন তার তোলা ছবিটি নিজের টুইটার হ্যান্ডলে দিলে প্রায় ৪৩ হাজার জন তাতে লাইক দেন।
৬০০০ বার রিটুইট করা হয় ছবিটি। নেটিজেনদের কেউ মন্তব্য করেন, ‘কী অপূর্ব দৃশ্য’, কেউ বা মন্তব্য করেন ‘এই ছবি পুরস্কার পাওয়ারই যোগ্য।’
একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গ্রিনল্যান্ডের ইনুইট গোষ্ঠীর মানুষরা একটি অদ্ভুত কাজ করে থাকেন।
তারা টাসিলাক সাগরে নেমে তিমি মাছের মৃতদেহ সংগ্রহ করেন। তারপর সেগুলির গা থেকে চামড়া এবং মাংস ছাড়িয়ে কঙ্কালগুলিকে সমুদ্রের নীচে রেখে দেন।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin