
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
গভীর রাতে খোলা ট্রাকে অনিরাপদভাবে উল্লাস করায় চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে প্রায় শতাধিক আর্জেন্টিনার খুদে সমর্থককে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ ডিসেম্বর) গভীর রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে তাদের ট্রাকসহ আটক করা হয়। আটকদের সবার বাড়ি আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে। এর মধ্যে বেশির ভাগই শিশু ও কিশোর। তাদের বয়স সাত বছর থেকে ১৬ বছরের মধ্যে।
জানা যায়, মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার পরপরই খোলা ট্রাকে অনিরাপদভাবে আনন্দ উল্লাসে মেতে উঠে আলমডাঙ্গা উপজেলার আর্জেন্টাইন সমর্থকরা। ট্রাকটি রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর উঠলে পুলিশ সমর্থকসহ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেয়।
শিশু ও কিশোররা জানায়, আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় আমরা আলমডাঙ্গা থেকে একটি ট্র্যাকে আনন্দ মিছিল বের করে চুয়াডাঙ্গা শহরে আসি। এরপর পুলিশ আমাদের থানায় নিয়ে আসে।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin