
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক ছিলেন।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী যাচ্ছিলেন মামুনুর রশিদ। এ সময় রাঙ্গামাটি মোড়ে মেইন সড়কে ওঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে পালিয়েছেন বাসচালক ও হেলপার।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin