
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জে ছয় লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামের জনৈক জমির মিয়ার বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার পূর্ব শানবান্দা গ্রামের জমির উদ্দীনের ছেলে সুজন আহম্মেদ এবং আলমগীরের ছেলে আকাশ।
জেলা ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শানবান্দা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জনৈক জমির মিয়ার বসতবাড়ির উঠান থেকে সুজন ও আকাশকে ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৫:১০ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin