
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ফরিদপুর জেলা সদরের কানাইপুরে শেফ ফুড ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
জানা যায়, ইন্ডাস্ট্রির ছয় তলা ভবনের তৃতীয় ফ্লোরে চিপস উৎপাদনকারী তেলের কড়াইতে চিপস ভাজার সময় ইলেকট্রিক চুলা থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিকে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin