
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে আওয়ামী লীগের পদ হারানো গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে বিক্ষোভ হয়েছে।
গাজীপুর সিটির ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ থেকে তারা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি তোলেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যা্হারের সংবাদ পেয়ে তার বিরোধী অবস্থানে থাকা নেতাকর্মীরা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেন আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য।
‘গাজীপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অন্তত ২৫০ ব্যক্তির অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে চারটার দিকে আইইউটি গেট থেকে বিক্ষোভ মিছিলটি শহরের কালাই মার্কেট এলাকা প্রদক্ষিণ করে সাড়ে পাঁচটার দিকে বোর্ডবাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এসময় মামুন মন্ডল ছাড়াও গাছা থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ মন্ডল, আবু রায়হান খন্দকার বাবু, মো. সাইফুল ইসলাম, গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খান, গাছা থানা তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ, গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মন্ডলসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin