
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ ড. বদরুল আমিন ভূঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে নগরীর মেট্রোপলিটন হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চবি সিনেট সদস্য অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ। তিনি বলেন, ড. বদরুল আমিন ভূঁইয়া ছিলেন চবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে নেতিবাচক ঘটনায় কখনো নাম আসেনি তার। খ্যাতনামা শিক্ষকের মৃত্যুতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত শোকাভিভূত ও মর্মাহত। মহান আল্লাহতায়ালার নিকট তার রুহের মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা যাতে এ শোক সহ্য করতে পারে সেই প্রার্থনা করছি।
ড. বদরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি কীটতত্ত্বের ওপর বিশেষজ্ঞ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin