
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী এলাকায় বাসচাপায় আব্দুল আজিজ নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোশারফ হোসেন নামে আরো এক যাত্রী।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মধুপুরের গোলাবাড়ী ইউপির আড়ালিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে এবং আহত মোশারফ একই ইউপির চাকণ্ড গ্রামের মজিবর রহমানের ছেলে।
ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় ধনবাড়ী থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল বিনিময় সার্ভিসের একটি বাস। এ সময় ধনবাড়ী উপজেলার বাঘিল নামক এলাকায় পৌঁছলে একটি অটোরিকশায় পেছন থেকে চাপা দেয় বাসটি।
এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আব্দুল আজিজ। এ সময় আহত অপর যাত্রী মোশারফকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করে ধনবাড়ী থানায় আনা হয়েছে।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin