
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ফেনীতে অভিযান চালিয়ে ১৪০ ইয়াবাসহ পারভীন আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ৬০০ ইয়াবাসহ আলী নামে আরো এক যুবককে আটক করা হয়।
সোমবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক পারভীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গ্রামের মো. রানার স্ত্রী এবং আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের মো. হাসেমের ছেলে।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবু তাহের জানান, গতকাল মহাসড়কের লালপোলে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী চালানো হয়। এ সময় পারভীন আক্তারের হাতে থাকা পার্সে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ ইয়াবা পাওয়া যায়। এ সময় ৬০০ ইয়াবাসহ আলী নামে আরো এক যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ইয়াবাসহ আটককৃত একজন নারী ও একজন যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin