
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে রিপন শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
রিপন বন্দরের কদম রসূল কলেজ সংলগ্ন দক্ষিণ মাঠপাড়া এলাকার মৃত রমজান শেখের ছেলে। রিপন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান তার স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের এসআই ফোরকান।
তিনি জানান, শীতলক্ষ্যা নদীর পাড় থেকে মরদেহ উদ্ধারের পর রিপনকে শনাক্ত করেন স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর কারণ।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin