
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফের বিশ্বকাপ গেল আর্জেন্টিনার ঘরে। সেই স্বপ্নের ট্রফি হাতে মেসিরা এখন নিজ দেশে।
মেসিদের বহনকারী বিমান কাতারের দোহা থেকে ইতালির রোম হয়ে মঙ্গলবার ভোরে বুয়েনস এইরেসে এসে পৌঁছে লিওনেল মেসির দল।
এমন সাফল্যে লিওনেল মেসিদের বরণ করতে আর্জেন্টাইন ভক্তরা প্রস্তুত ছিল আগে থেকেই। রাজধানী বুয়েনস আইরেসে এখ চলছে স্বপ্ন জয়ের উৎসব।
রাজধানীর ইজিজা বিমানবন্দরে ভোরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান। তার আধা ঘণ্টা পর খেলোয়াড়রা নামতে শুরু করেন লিওনেল মেসিকে সামনে নিয়ে। অধিনায়কের হাতে স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি।
আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক মেসির পাশে বিশ্ব চ্যাম্পিয়নের কোচ লিওনেল স্কালোনি। তারপর এক এক করে খেলোয়াড়রা বাসে উঠেন।
মঙ্গলবার ভোরের দিকে বুয়েনস আইরেসের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্ব চ্যাম্পিয়নদের এক দফা অভ্যর্থনা দেওয়া হয়। বিজয়ী বীরদের সংবর্ধনা দিতে আর্জেন্টিনা সরকার একদিনের জাতীয় ছুটিও ঘোষণা করে।
জয়ের পর থেকেই বুয়েনস আইরেস উৎসবের নগরীতে পরিণত হয়। যেখানে এক মিলিয়নেরও বেশি মানুষ উদযাপন করেছে।
গেল রোববার ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে। সেখানেও ১-১ গোলের সমতা তৈরী হওয়ায় পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে লিওনেল মেসির দল ৪-২ গোলে জয় লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin