মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রসিক নির্বাচন: জনগণের মুখোমুখি ৯ মেয়রপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

রসিক নির্বাচন: জনগণের মুখোমুখি ৯ মেয়রপ্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ৯ মেয়রপ্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে নগরীর উন্নয়নের অঙ্গীকার করেছেন। এ সময় নগরকে আধুনিকায়নে নানা প্রতিশ্রুতি আর পরিকল্পনা তুলে ধরেন তারা।

সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে প্রতিদ্বন্দ্বী ৯ মেয়রপ্রার্থীকে জনগণের সামনে মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

নয় মেয়র প্রার্থী হলেন: আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, জাসদের শফিয়ার রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান ও মেহেদী হাসান।

জনতার মুখোমুখি হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসেনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের যত উন্নয়ন তা সব আওয়ামী লীগ সরকারের অবদান। রংপুর সিটি এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্যামাসুন্দরি খাল সংস্কার, যানজট, জলাবদ্ধতা নিরসনসহ একাধিক জনগুরুত্বপূর্ণ বিষয় আমার ইশতেহারে আছে। এসব বাস্তবায়ন করতে পারলেই রংপুর একটি ক্লিনসিটি হিসেবে রূপ পাবে।

এদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের বক্তব্যের মূল কথা ছিল দুর্নীতি ও জবাবদিহি নিয়ে।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী লতিফুর রহমান মিলন বলেন, সিটি করপোরেশন এলাকায় তরুণ ও তরুণীরা এখনো বেকার। তাদের বেকারত্ব ঘোচাতে আধুনিক কৃষি ব্যবসার পাশাপাশি কার্যকর পরিকল্পনা নেয়া হয়েছে।

জাসদ মনোনীত মেয়রপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সিটি করপোরেশন গড়ে তুলতে। ভোটাররা সেই সহযোগিতা করলে আশা করি আমি আমার ইশতেহারে থাকা সব বিষয় বাস্তবায়ন করতে পারব।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। অনুষ্ঠানে রংপুর সিটি বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত প্রার্থীদের কাছে পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।

আগামী ২৭ ডিসেম্বর ২২৯ কেন্দ্রে রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]