
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর চালক রিয়াদ বিশ্বাস নিহত হয়েছেন। নিহত দিয়াদ বিশ্বাস দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন কোমরপুর গ্রামের মিঠুনের ছেলে শামীম।
বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুজনে মাইক্রোবাস চালানো শেখার উদ্দেশ্যে কার্পাসডাঙ্গা টু দর্শনাগামী রাস্তায় মাইক্রোবাস চালানোর সময় দামুড়হুদার বাঘাডাঙ্গা জামে মসজিদের সামনে পৌঁছলে রাস্তার ডান পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থালেই মাইক্রোবাস চালক রিয়াদ নিহত হন। তার সঙ্গে থাকা শামীম গুরুতর আহত হন। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin