
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল মতিনের ছেলে রবিউল মিয়া, একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঝনু মিয়ার ছেলে স্বপন মিয়া এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইয়াছিন মিয়া।
বুধবার সকালে এ তথ্য জানান র্যাব-১-এর পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ।
তিনি বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদে হাড়িনাল এলাকায় সড়কে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় রবিউল মিয়া, স্বপন মিয়া এবং ইয়াছিন মিয়াকে আটক করা হয়। এছাড়া মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র্যাব।
গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব সদস্যরা। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin