বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরে বীরোচিত অভ্যর্থনা পেলেন মরক্কো বিশ্বকাপ দল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

দেশে ফিরে বীরোচিত অভ্যর্থনা পেলেন মরক্কো বিশ্বকাপ দল

দেশে ফেরার পর মরক্কো ফুটবলাররা পেয়েছেন বীরোচিত মর্যাদা। দেশে ফেরার পর রাবাতে লাখো মানুষ তাদেরকে বীরের বেশেই বরণ করে নিয়েছে।

মরোক্কোর জাতীয় ফুটবল দল রাজধানী রাবাতে পৌছলে হাজারো সমর্থক আলোক শিখা ও উল্লাস করেছে। কয়েক হাজার মরক্কোর নাগরিক জাতীয় ফুটবল দলকে স্বাগত জানাতে মঙ্গলবার রাজধানীতে ভিড় করে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম আরব বা আফ্রিকান দল মরক্কো।

টিম এবং তাদের কোচ ওয়ালিদ রেগরাগুই একটি খোলা টপড বাস থেকে হাত নেড়েছিলেন যখন তারা বিমানবন্দর থেকে এবং কেন্দ্রীয় রাবাতের আশেপাশে চলছিল। তাদের সঙ্গে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ফ্ল্যাশিং লাইটসহ সাইরেন বাজাচ্ছিল।

সমুদ্র উপকূলের রাজধানীতে আকাশে আতশবাজি ফাটানোর সঙ্গে সঙ্গে জনতা উল্লাস ফেটে পড়ে।

মেকনেস শহরের ২৭ বছর বয়সী ওয়েটার অ্যাডাম নাজাহ বলেন, ‘আমি আমাদের দলের জন্য খুব গর্বিত। কে জানে — হয়তো পরেরবার তারা কাপ জিততে পারে’।

তিনি বলেন, ‘এই ঐতিহাসিক দিনটি উপভোগ করতে এবং বিশ্বকাপে মরক্কোর সুন্দর গল্প উদযাপন করতে ৯০ মাইল ভ্রমণ করেছি। অনেক সমর্থক, দলের কিট পরে এবং লাল পতাকা নেড়ে, তাদের নায়কদের দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজা ষষ্ঠ মোহাম্মদ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]