
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
প্রেম ও দ্রোহের কবি নামে খ্যাত ও জনপ্রিয় কবি হেলাল হাফিজ। এবার তার একটি কবিতা অবলম্বনে তৈরি করা হয়েছে গান। কবির বহুল আলোচিত কবিতা ‘প্রস্থান’-এর সুর করেছেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছেন ব্যান্ডশিল্পী তানজির তুহিন।
তুহিন বুধবার সন্ধ্যায় গানটি তার ফেসবুকে প্রকাশ করেছেন। গানটির কথা হচ্ছে, ‘এখন তুমি কোথায় আছো, কেমন আছো? পত্র দিও।’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তুহিনের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। এবং অনেকেই শেয়ার দিচ্ছেন।
গানটি শুনে ভক্তরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তুহিন ভাই ভালোবাসা অবিরাম। অনেক দিন পরে আপনার কণ্ঠে এমন একটা গান শুনলাম।
Posted ৩:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin