শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সুপারমডেল’ রোবট নিয়ে আসবে কফি, কোন হোটেলে চালু হচ্ছে এমন ব্যবস্থা?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

‘সুপারমডেল’ রোবট নিয়ে আসবে কফি, কোন হোটেলে চালু হচ্ছে এমন ব্যবস্থা?

রেস্তরাঁয় কোনো মানুষ নেই! তাহলে অতিথিদের খাবার পরিবেশন করবে কে? তার অবশ্য সুবন্দোবস্ত রয়েছে। কর্মী হিসেবে সুন্দর সুপারমডেলরাই থাকবেন গেস্টদের জন্য খাবার পরিবেশনের দায়িত্বে। তবে এতে আর আশ্চর্যের কি আছে? আর এখানেই তো গল্পের টুইস্ট। কারণ সুন্দরী সুপারমডেল কোনো ফ্যাশন জগতের নারী নন, বরং যন্ত্রচালিত রোবট। আর এমনই চমকের সন্ধান মিলতে চলেছে দুবাইয়ের একটি ক্যাফেতে।

আসলে সময়ের সঙ্গে এগিয়ে চলেছে প্রযুক্তি। আর দৈনন্দিন জীবনযাত্রাও সর্বোতভাবে প্রযুক্তি নির্ভর হয়ে চলেছে। যেখানে মানুষের জায়গা নিয়ে নিচ্ছে রোবট। শুধু ফ্যাক্টরি কিংবা মেশিন নয়, রোবট এবার প্রবেশ করেছে ক্যাফে এবং অফিসে। যদিও ক্যাফেতে ওয়েটার হিসাবে রোবটের ভূমিকা নতুন কিছু নয়। কিন্তু একেবারে মানুষহীন শুধু রোবট পরিচালিত হোটেলের সবচেয়ে আধুনিক উদাহরণ হতে চলেছে দুবাইয়ের ডোনা সাইবার-ক্যাফে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালেই পৃথিবীর প্রথম মানুষহীন এই ‘সুপারমডেল’ক্যাফে খুলতে চলেছে। সংশ্লিষ্ট ক্যাফেটি ২৪ ঘন্টাই খোলা থাকবে। তবে হোটেলটিতে শুধু রোবট নয়, থাকবে ‘সুপারমডেল’ রোবট। একইসঙ্গে থাকবে রোবট অস্ত্র দ্বারা চালিত বেশ কয়েকটি সেলফ সার্ভ আইসক্রিম মেশিন এবং কফি। যদিও বিস্ময়কর ডোনা সাইবার-ক্যাফেটি কোথায় হতে চলেছে সেবিষয়ে এখনও জানা যায়নি। তবে আগামী দিনে একটি নয়, দুবাইতে এই ধরনের ক্যাফে আরও দেখা যাবে বলে জানা গিয়েছে।

ক্যাফের নির্মাতারা জানিয়েছেন, সুপারমডেল রোবটের উপাদানগুলি রাশিয়া থেকে আমদানি করা হবে। সংশ্লিষ্ট সুপারমডেল রোবটটির নাম রোবো সি-২ এবং রোবোটিক্স কোম্পানি RDI রোবোটিক্স এটি নির্মাণ করেছিল।

রোবটগুলির বাহ্যিক গড়ন নারীর মতোই থাকবে। পাশাপাশি ক্যাফেতে পুরুষ-প্রকৃতির রোবটও থাকবে বলে জানিয়েছেন রোবটের স্রষ্টারা। সুপার মডেল রোবটটিকে নিখুঁত করতে নির্মাতারা জানিয়েছেন যে রোবটটির একটি ‘সহজ এবং মেয়েলি’ ব্যক্তিত্ব থাকবে।
তবে শুধু মডেলদের মতো দেখতেই হবে না, সংশ্লিষ্ট রোবটগুলো গ্রাহকদের, কোম্পানির সঙ্গে সম্পর্কিত যাবতীয় তথ্য মনে রাখতে পারবেন। এমনকি মানুষের আবেগ বা অনুভূতি বুঝে নেয়ার চেষ্টা করবে রোবটগুলো। অর্থাৎ গ্রাহকরা কী চাইছেন তা রোবটের বুঝে নেয়ার ক্ষমতাও থাকবে। কাস্টমারদের সঙ্গে কথোপকথনও চালাতে পারে এবং এমনকি কাস্টমারদের সঙ্গে ক্যাফেতে গল্পও করতে পারবে সেই মানবরূপী রোবটগুলো।

এদিকে দুবাইয়ের ক্যাফেটির বিষয়ে ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়তেই বেশ চর্চা শুরু হয়েছে। আগামী দিনে মানববর্জিত ক্যাফের রমরমা হতে থাকলে পৃথিবী সর্বোতভাবে যন্ত্রচালিত হয়ে যাবে কিনা তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টুইটার থেকে ইউটিউব, সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া যাবতীয় অন্য ধরনের ভাইরাল খবর পড়তে পাঠকরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ভাইরালের পাতায়।

সূত্র: এই সময়

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]