শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজার রানের মাইলফলক ছুঁলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

হাজার রানের মাইলফলক ছুঁলেন শান্ত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের আঝ শুরু হলো দ্বিতীয় পর্ব। আজকের দিনে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব। শুরুটা ভালো করলেও প্রথম সেশনেই নেই দুই উইকেট। তবে আউট হবার আগে ওপেনার শান্ত ছুঁলেন অন্যরকম এক মাইলফলক।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

খেলা শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, শুরুর দুটো ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। সে দুটো ঘণ্টা কাটিয়ে দিতে পারলেই বাংলাদেশ ভালো অবস্থানে চলে যাওয়ার ভিত পেয়ে যাবে।

তার অর্ধেকটা কাজ দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান সেরেই ফেলেছিলেন। ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় কোনো উইকেট দেননি তারা। শান্ত ও জাকির দারুণভাবে দেখে শুনে মারছিলেন-ছাড়ছিলেন। যার ফলে প্রথম এক ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

এরপরই যেন ছন্দপতন হলো দুজনের। দ্বিতীয় ঘণ্টা শুরুর পরই বাঁধল বিপত্তি। চার বলের ব্যবধানে দুজনকেই হারায় বাংলাদেশ।

জাকিরকে ফেরালেন উনাদকাট। এর পরের ওভারেই শান্তকে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি।

অপর দিকে হাল ধরা সাকিবও যেন খেই হারালেন। লাঞ্চ বিরতির পর নেমেই প্রথম বলেই বিদায় নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। উমেশ যাদবের বলে চেতেশ্বর পূজারার হাতে ২৪ রানে ধরা পড়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৫। ৬৩ বলে ৩৪ রানে খেলছেন মমিনুল। নতুন ব্যাটার হিসেবে উইকেটে আসা মুশফিকুর রহিমের রান ৩৭ বলে ২২।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]