শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর ভারতে ব্যাপক শৈত্যপ্রবাহ, কাঁপছে দিল্লি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

উত্তর ভারতে ব্যাপক শৈত্যপ্রবাহ, কাঁপছে দিল্লি

দিল্লিসহ উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বড়দিনে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গত কয়েক বছরের মধ্যে এবারই ছিল শীতলতম বড়দিন।

দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।   হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে প্রবল কুয়াশাও হচ্ছে। অঞ্চলগুলোতে যান চলাচলে অসুবিধা হচ্ছে, মোট ৩২০টি ট্রেন বাতিল করতে হয়েছে।

রাজস্থানে অস্বাভাবিক ঠাণ্ডা পড়েছে। রাজস্থানের সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা মাউন্ট আবুতে বরফ পড়েছে। থর মরুভূমির প্রবেশপথ বলে পরিচিত চুরুতে তাপমান এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস।

কাশ্মীরের তাপমাত্রা শূন্যের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। আগামী ৪০ দিন কাশ্মীরে প্রবল ঠাণ্ড থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম হিমালয়ে আরো বেশি করে বরফ পড়বে।

তবে এসব অঞ্চলের সঙ্গে কলকাতার দৃশ্য মিলছে না। কলকাতায় বড়দিনে মানুষ ঘেমেছে। এবার বড়দিনে পার্ক স্ট্রিটসহ সাহেবপাড়ায় লাখ লাখ মানুষ পথে নেমেছে। কিন্তু বড়দিনেও তাদের দরদর করে ঘামতে হয়েছে। সেদিন দুপুরে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কাছাকাছি।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]