বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডেতে কে হবেন প্রথম ত্রিশতকের মালিক, জানালেন গাভাস্কার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

ওয়ানডেতে কে হবেন প্রথম ত্রিশতকের মালিক, জানালেন গাভাস্কার

একটা সময় ওয়ানডে ক্রিকেটে দ্বিশতক মনে হতো স্বপ্নের মতো ব্যাপার। আশির দশকে এই ধারণা ভাঙার খুব কাছে গিয়েছেন স্যার ভিভ রিচার্ডস। খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। এরপর দ্বিশতকও আর অধরা রইলো না। কিন্তু ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি ব্যাপারটা বেশ কষ্টসাধ্যই।
তবে সেটাও হয়ে যাবে বলে বিশ্বাস করেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর তার মতে প্রথম ট্রিপল সেঞ্চুরির মালিক হবেন স্বদেশী তরুণ ঈশান কিষান। এই কিছুদিন আগে ওয়ানডে সর্বশেষ দ্বিশতকটি করেছেন কিষান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে ঈশানের ইনিংসটি ত্রিশতকের সম্ভাবনা জাগিয়েছিল। বিরাট কোহলির সঙ্গে ১৯০ বলে ২৯০ রানের জুটি গড়েছিলেন। সে ম্যাচে ৩৬ ওভারে আউট হন ঈশান।

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, সেদিন ত্রিশতকের দেখা দুর্ভাগ্যক্রমে না মিললেও সেটি অচিরেই দেখা যাবে। এবং সেটি ঈশান কিষানের ব্যাট থেকেই। কেন তিনি এমনটা মনে করছেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘ঈশান বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে দ্বিশতকটি করে নিজের জাত চিনিয়েছে। ৫০ ওভারের ম্যাচে দ্বিশতক দুর্দান্ত কীর্তি। ঈশান সেটি করে ফেলল খুব সহজেই। এভাবে যদি খেলতে পারে, তাহলে সে ওয়ানডে ক্রিকেটে প্রথম ত্রিশতকটি পেতেই পারে।’

ওয়ানডেতে প্রথম দ্বিশতকটি করেছিলেন শচীন টেন্ডুলকার। ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেন্ডুলকারের দেখানো পথে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিশতক আছে রোহিত শর্মা, ক্রিস গেইল, বীরেন্দর শেবাগ, ফখর জামান, মার্টিন গাপটিল ও ঈশান কিষানের।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]