
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
গত ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাক্সু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হলো
বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড,ঢাকা জেলা’র আরো একটি সভা।
যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের সম্মানিত ফাউন্ডার এবং
প্রধান নির্বাহী কর্মকর্তা ৩৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সুপারিশ প্রাপ্ত জনপ্রিয় BCS Priliminary Analysis বই এর লেখক
জনাব গাজী মিজানুর রহমান। উক্ত সভায় বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের এডভাইজর প্যানেলের একজন সম্মানিত এডভাইজর
মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাঈদুল ইসলাম সাঈদ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) উপস্থিত ছিলেন। ঢাকা জেলা কেন্দ্রীয় কমিটির
কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান ইমন সহকারী কো-অর্ডিনেটর সামিয়া সুলতানা রিয়া,সহকারী কো-অর্ডিনেটর ঢাকা দক্ষিণ মোস্তাফিজুর ইসলাম মাসুদ
ও জাতীয় বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার ইয়াসিন আহমেদ হ্রদয় উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের
কর্ম অগ্রগতি সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। গাজী মিজানুর রহমান ঢাকা জেলার বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্তদের বিভিন্ন ক্যারিয়ার বিষইয়ক পরামর্শও দেন।
সেই সাথে তিনি ঢাকা জেলার কদমতলি থানা টিম কে ঢাকার সবচেয়ে সক্রিয় টিম বলে উল্লেখ করেন এবং অভিনন্দন জানান।
মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাঈদুল ইসলাম সাঈদ তার ব্যাক্তি জীবন থেকে নানান অভিজ্ঞতা ব্যক্ত করেন। এবং তরুনদের হতাশা কাটানোর বিষয়ে সেশনে
পরামর্শ দেবেন বলে আশ্বাস দেন। উক্ত সভা বিষয়ে অলিম্পিয়াডের ঢাকা জেলা প্রধান মাহমুদুর রহমান ইমন জানান, ” অনেকদিন পর আমাদের একটা অফলাইন
মিটিং আয়োজন করা হয়েছে প্রাধান নির্বাহী গাজী মিজানুর রহমান স্যার এবং উপদেষ্টা ডাঃ সাঈদুল ইসলাম স্যার এর উপস্থিতি সবাইকে উজ্জিবিত করেছে। অনেক
উত্থান-পতন পেরিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইন শাহ আল্লাহ, আমরা ভালো কিছু করবো। সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে থাকার জন্য।” অলিম্পিয়াডের
ঢাকা নিউমার্কেট থানা কমিটির কো-অর্ডিনেটর কামরুল আজাদ মিরান বলেন, ” অনেক বড় একটা পাওয়া ছিল গাজী মিজানুর রহমান স্যার এর সাথে কাছাকাছি বসে কথা বলার বিষয় টা।”
অন্যদিকে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের সম্মানিত মহা-পরিচালক ৩৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার জনাব শাকিল আল-আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা জেলা কমিটি কে
অভিনন্দন জানিয়েছেন।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩
ajkerograbani.com | Salah Uddin