শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদদলিত হয়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদদলিত হয়ে নিহত ৩

ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর জনসভায় আবারো পদদলনের ঘটনা ঘটেছে। এবার  পদদলিত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত বুধবার অন্ধ্র প্রদেশের নেলোর জেলায় চন্দ্রবাবু নাইডুর আরেকটি জনসভায় পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল।

 

রবিবার দুপুরে অন্ধ্র প্রদেশের গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর একটি জনসভায় পদদলিত হয়ে মারা যাওয়া তিনজনই নারী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুন্টুর এসপি আরিফ হাফিজ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, চন্দ্রবাবু নাইডু আসন্ন সংক্রান্তি উৎসবের জন্য শাড়ি উপহার দেওয়ার আয়োজন করেন। সেই উপহার পেতে চার হাজার নারী ভিড় জমিয়েছিলেন।

দুপুর ২টায় তার দলের নেতারা জনসভার আয়োজন করেন। নাইডু যখন সভা শেষ করে স্থান ত্যাগ করেছিলেন তখন জনসাধারণ উপহারের শাড়ি নিতে যায়। একই সময় দুপুরের খাবারও বিতরণ করা হচ্ছিল। এ সময় হুড়াহুড়িতে পদদলিতের ঘটনা ঘটে।

 

চন্দ্রবাবু নাইডু এটিকে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

গুন্টুর জেলার পুলিশ প্রধান বলেন, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(205 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]