শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্র বাড়াতে চান কিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

পরমাণু অস্ত্র বাড়াতে চান কিম

নিজ দেশের পারমাণবিক অস্ত্রসম্ভার দ্রুতগতিতে বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যে দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে।  রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুরক্ষায় ‘ব্যাপক সামরিক ক্ষমতা’ অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন কিম।

উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরো জানায়, দক্ষিণ কোরিয়া ‘অযৌক্তিক ও বিপজ্জনক অস্ত্রসম্ভার গড়ে তোলার দিকে ঝুঁকেছে’ বলে ওই বৈঠকে অভিযোগ করেন শীর্ষ নেতা কিম। তিনি বলেন, দেশটি পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

কিম জং উনের মতে, উত্তরকে বিচ্ছিন্ন এবং তার কণ্ঠরোধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় ক্রমাগত পারমাণবিক আক্রমণের রসদ পাঠানো হচ্ছে, যা ‘মানব ইতিহাসে নজিরবিহীন’।

জেসিএস ওই উেক্ষপণকে ‘গভীর উসকানি’ হিসেবেই দেখছেন। তাঁদের মতে এটি কোরিয়া উপদ্বীপ এবং গোটা বিশ্বে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]