বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজ্যকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রাজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

রাজ্যকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রাজ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি স্বামী শরিফুল রাজের বাসা থেকে বের হয়ে গেছেন দুদিন আগে। একসঙ্গে থাকছেন না তারা। রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরী। সেই সঙ্গে তাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে—এ বিষয়ও উঠে আসে অভিনেত্রীর এই দুদিনের ফেসবুক স্ট্যাটাসে।

পরীমনি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন অভিনেতা শরিফুল রাজ।

রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে থাকার নিজের একটি ছবি পোস্ট করেন রাজ। সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দেন। তবে সেখানে স্ত্রী ও অভিনেত্রী পরীর অভিযোগের ব্যাপারে কিছুই বলেননি এই অভিনেতা।

রাজ সেখানে বলেন, ‘প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।’

একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, ‘তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।’

এর আগে একইদিন ভোরে সোয়া ৫টার দিকে পরী ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রক্তাক্ত দাগের ছবি পোস্ট করেন। সেখানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স…. লোডিং।’

এর আগে ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন- ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]