শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ

গেলো ২০২২ সালে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৯৫১ জন; আর আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।

সোমবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, একই সময়ে ৬০৬টি রেল দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত ও ৩৫৭ জন আহত ও ৭৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।

২০২২ সালে সড়ক, রেল ও নৌপথে ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত ও ১২ হাজার ৮৭৫ আহত হয়েছেন।

২০২১ সাল থেকে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৯.৮৯ শতাংশ, প্রাণহানি বেড়েছে ২৭.৪৩ শতাংশ।

সড়কে দুর্ঘটনায় ২০২২ সালে নিহতদের মধ্যে ৫৮৮ শিশু, ৬৬৬ শিক্ষার্থী, ১১৭ শিক্ষক, ৩১ চিকিৎসক, ২৪ সাংবাদিক, ১৬ মুক্তিযোদ্ধা, ১১৪ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ প্রকৌশলী, ৯ আইনজীবী, ২ হাজার ৩৮৩ চালক, ৪২১ পরিবহন শ্রমিক এবং ১১৩ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রয়েছে।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে ২৮.৫৯ শতাংশ, দ্বিতীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরিতে ২৪.৫০ শতাংশ, আর তৃতীয় বাসে ১৩.৯৫ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় ৫২.৫৫ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেয়া হয়।

২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত গত ৮ বছরে ৪৪ হাজার ১৭১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬১ হাজার ৬০৬ জন।
২০২২ সালের ১৫ জুলাই, একদিনেই সারা দেশে ৩৭টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ৯৭ জন আহত হন।

দুর্ঘটনা প্রতিরোধে ১৩ দফা সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]