শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও দিল ফেসবুকে, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও দিল ফেসবুকে, যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর সেই ভিডিও ফেসবুকে দেওয়ার অভিযোগে শাহাদাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে রোববার (১ জানুয়ারি) চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সে মামলায় রোববার দুপুর ১২টার দিকে চকরিয়ার রায়পুরা এলাকা থেকে তাকে শাহাদাত হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১৫। শাহাদাত হোসেন (৩২) চকরিয়া থানার সাহারবিল ইউপির রামপুর এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ভুক্তভোগী সাহারবিল ইউপির রামপুর এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে শাহাদাত ভিকটিমকে প্রায়ই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত বছরের ৯ নভেম্বর মাদরাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে সেই ভিডিও দিয়ে শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল শুরু করলে তার পরিবার ইউএনও অফিসে অভিযোগ দায়ের করেন। এতে শাহাদাত আরও ক্ষুব্ধ হলে ডিসেম্বর মাসের শেষ দিকে সেই ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গতকাল রোববার ভিকটিমের পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার রামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি শাহাদাত হোসনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতার আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

Facebook Comments Box
advertisement

Posted ২:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]